নিজস্ব প্রতিবেদক: মনোনয়নপত্র বাছঅইয়ের প্রথমদিনে পাবনার ৩টি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার (০৩ ডিসেম্বর) সকাল থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাবনা-১, ২ ও ৩ আসনের মনোনয়নপত্র বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম, সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, বিভিন্ন ব্যাংক ও সেবা প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এবং এ সকল আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
বাছাইকালে পাবনা-১ আসনের ৭ জন প্রার্থীর মধ্যে সবগুলো প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
যাদের মনোনয়নপত্র বৈধ হিসেবে গণ্য করা হয় তারা হলেন, অ্যাডভোকেট শামসুল হক টুকু (আওয়ামীলীগ), অধ্যাপক আবু সাইয়িদ (স্বতন্ত্র), সরদার শাজাহান (জাতীয় পার্টি), শামসুল হক (ন্যাশনাল পিপলস পার্টি), পারভীন খাতুন (জাসদ), জয়নাল আবেদীন (তৃণমুল বিএনপি) ও মুকুল হোসেন (জাকের পার্টি)।
পাবনা-২ আসনের ৯ জন প্রার্থীর মধ্যে দুইজন প্রার্থীর মনোয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপী ঋণের কারণে বিএনএম প্রার্থী সঙ্গীত শিল্পী ডলি সায়ন্তনী এবং শতকরা এক শতাংশ ও ক্রেডিট কার্ড জটিলতায় বেড়া উপজেলা আওয়ামীলীগৈর সিনিয়র সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ খানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
এই আসনে বাকি যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ হিসেবে গণ্য করা হয় তারা হলেন, আহমেদ ফিরোজ কবির (আওয়ামীলীগ), খন্দকার আজিজুল হক আরজু (স্বতন্ত্র), মেহেদী হাসান রুবেল (জাতীয় পার্টি), আজিজুল হক (ন্যাশনাল পিপলস পার্টি), শেখ আনিসুজ্জামান (জাসদ), আবুল কালাম আজাদ (তৃণমুল বিএনপি), মমিনুল ইসলাম (বাংলাদেশ তরিকত ফেডারেশন)।
পাবনা-৩ আসনের ৯ জন প্রার্থীর মধ্যে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মোট ভোটারের এক শতাংশ স্বাক্ষর সম্বলিত ভোটারের নামের তালিকা সংযুক্ত না করায় স্বতন্ত্র প্রার্থী রবিউল করিমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
এই আসনে বাকি যে ৮ জনের মনোনয়নপত্র বৈধ হিসেবে গণ্য করা হয় তারা হলেন, আলহাজ্ব মকবুল হোসেন (আওয়ামীলীগ), আব্দুল হামিদ মাস্টার (স্বতন্ত্র), মীর নাদিম মোহাম্মদ ডাবলু (জাতীয় পার্টি), মাহবুবুর রহমান জয় চৌধুরী (বাংলাদেশ সুপ্রীম পার্টি-বিএসপি), বেলাল মোল্লা (ন্যাশনাল পিপলস পার্টি), খায়রুল আলম (গণতন্ত্রী পার্টি), কামরুজ্জামান মো. হাদী (জাকের পার্টি) ও আবুল বাশার শেখ (জাসদ)।
সোমবার (০৪ ডিসেম্বর) পাবনার বাকি দুটি আসন পাবনা-৪ ও পাবনা-৫ (সদর) আসনের মনোনয়নপত্র বাছাই করা হবে।
এ বিষয়ে ডলি সায়ন্তনী বলেন, কার্ডের বিষয়টি আমার নলেজে ছিল না। বিষয়টি আমি দ্রুত সমাধান করে আপিল করবো। আপিলে আমার মনোনয়নপত্র ফিরে পাবো বলে আশা প্রকাশ করছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.