বিটিসি স্পোর্টস ডেস্ক: টানা ব্যর্থতার পর আগের ম্যাচে মিলেছিল জয়ের দেখা, এবার লক্ষ্য ছিল ধারাবাহিকতা ধরে রাখার। কিন্তু ফের পথ হারিয়ে ফেলল ম্যানচেস্টার সিটি। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ালেও, জয়সূচক গোলের দেখা আর পেল না পেপ গুয়ার্দিওলার দল।
প্রতিপক্ষের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে শেষদিকে ১০ জনের দলে পরিণত হয়ে হারের শঙ্কায়ও পড়েছিল সিটি। শেষ পর্যন্ত ২-২ ড্রয়ে মাঠ ছাড়ে তারা।
দানিয়োল মুনিয়োসের গোলে শুরুতেই পিছিয়ে পড়া সিটিকে সমতায় ফেরান আর্লিং হলান্ড। দ্বিতীয়ার্ধের শুরুতে মেক্সঁস লেকখোয়ার গোলে আবারও পিছিয়ে পড়ে সফরকারীরা, এবার সমতা টানেন রিকো লুইস। পরে ২০ বছর বয়সী এই ফুটবলার লাল কার্ড দেখলে একজন কম নিয়ে বাকি সময়ে আর কিছু করতে পারেনি সিটি।
লিগে টানা চার ম্যাচে হার এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ জয়হীন থাকার পর গত বুধবার নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ গোলে হারিয়েছিল সিটি। তিন দিন পর ফের পয়েন্ট হারাল দলটি।
ম্যাচের চতুর্থ মিনিটেই চ্যাম্পিয়নদের স্তব্ধ করে সমর্থকদের উল্লাসে ভাসায় প্যালেস। মাঝমাঠে সতীর্থের সঙ্গে ওয়ান-টু খেলে উইল হিউজ ডান দিকে দারুণ পাস বাড়ান, আর বল ধরে বক্সে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন কলম্বিয়ার ডিফেন্ডার মুনিয়োস। ঝাঁপিয়ে বলে হাত ছোঁয়ালেও রুখতে পারেননি স্টেফান ওর্টেগা।
সমতায় ফেরার প্রথম পরিষ্কার সুযোগটি সিটি পায় ২৩তম মিনিটে। কিন্তু ভাগ্য তাদের সহায় হয়নি; ইলকাই গিনদোয়ানের দূর থেকে নেওয়া কোনাকুনি শট বাধা পায় পোস্টে। ফিরতি বল পেয়ে সাভিনিয়োর শটও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
২৯তম মিনিটে ফের গোল খেতে বসেছিল সিটি। বক্সে অরক্ষিত কলম্বিয়ান মিডফিল্ডার হেফারসন লের্মার শট দারুণভাবে স্লাইড করে ফেরান রুবেন দিয়াস।
প্রথম ভাগে লক্ষ্যে মাত্র একটি শট নেওয়া প্যালেস দ্বিতীয়ার্ধের শুরুতে চাপ বাড়ায়। ৫৬তম মিনিটে লক্ষ্যে দ্বিতীয় প্রচেষ্টা রাখতে পারে তারা এবং এটাও ঠিকানা খুঁজে পায়। হিউজের কর্নারে হেডে গোলটি করেন ফরাসি ডিফেন্ডার লেকখোয়া।
১২ মিনিট পর দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে সিটি। বের্নার্দো সিলভার ছোট পাস বক্সে পেয়ে জোরাল শটে স্কোরলাইন ২-২ করেন তরুণ ইংলিশ ডিফেন্ডার লুইস।
এরপর সময় যত গড়াতে থাকে, তত মরিয়া হয়ে উঠতে থাকে সিটি। তবে, এর মাঝেই ৮৪তম মিনিটে বড় ধাক্কা খায় তারা। প্রতিপক্ষের বক্সে তাদের ডিফেন্ডার ট্রেভো শ্যালাবাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন লুইস।
বাকি সময়ে উল্লেখযোগ্য আর কিছুই করতে পারেনি গত চার মৌসুমে টানা ও সাত মৌসুমে ছয়বার লিগ জয়ী দলটি।
১৫ ম্যাচে আট জয় ও তিন ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সিটি। এক ম্যাচ কম খেলা লিভারপুল ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে।
১৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে ক্রিস্টাল প্যালেস। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.