পৌর বিএনপি নেতৃবৃন্দের পরিচিতি: বিএনপির ৩১ দফা ও সদস্য সংগ্রহে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: বিএনপির ৩১ দফা ও সদস্য সংগ্রহে গতি আনতে আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। একই সভায় চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির পরিচিতি সভাও হয়।
শনিবার দুপুরে শহীদ সাটু অডিটোরিয়ামে ৩১ দফা ও সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন-চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত।
বক্তব্যে বিএনপি’র রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত বলেন, “টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, বালু মহল লুটপাট, সুবিধাভোগী এবং পাপিয়া লীগ, এরা যেন বিএনপির রাজনীতিতে অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে”।
তিনি বলেন, এরা একসময় আওয়ামীলীগের ছায়ায় থেকে দেশ ও সমাজকে লুটেপুটে খেয়েছে। এখন সুযোগ বুঝে তারা বিএনপিতে প্রবেশের চেষ্টা করছে। এদেরকে প্রতিহত করতে হবে।
সৈয়দ শাহীন শওকত নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সতর্ক করে দিয়ে বলেন, “আপনারা কেউ যেন কোনো সরকারি অফিসে বা এলাকায় চাঁদাবাজি, অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গ না করেন। কেউ যদি এসব কাজ করেন, তাহলে তাকে কমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের পতন ঘটেছে। আমরা একটি নতুন, স্বাধীন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণের ভোটাধিকার থাকবে, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হবে।” এর আগে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি।
চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির আয়োজনে এ সভায় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড, মোঃ রফিকুল ইসলাম টিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হায়াত উদ্দোলাসহ অন্যরা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম(চাইনিজ রফিক)।
সভায় প্রধান বক্তা চাঁপাইনবাবগঞ্জের কিছু রাজনৈতিক নেতৃবৃন্দের কার্যক্রমের সমালোচনা করে বলেন, চাঁপাইনবাবগঞ্জে বিএনপির রাজনীতীতে কোন ধান্দাবাজের জায়গা হবে না। চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপিতে ভাঙ্গনের ষড়যন্ত্রও সফল হবে না। চাঁপাইনবাবগঞ্জের বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা এক হয়ে এসব ষড়যন্ত্রের জবাব দিচ্ছে, ভবিষ্যতেও দিবে।
তিনি বলেন, আমরা সকলকে সাথে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ বিএনপিকে ঢেলে সাজিয়ে তোলার চেষ্টা করছি। তিনি বিএনপির সকল স্তরের নেতা-কর্মীদের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির নবগঠিত কমিটির সভাপতি মোঃ সারোয়ার জাহান।
সভায় অতিথি হিসেবে আরও ছিলেন, রহনপুর পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা তারিক আহমদ, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন।
সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির নবগঠিত সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল বিশ্বাস। এসময় জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.