পেকুয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছের পোনা পাচারের সময় আটক-২

কক্সবাজার প্রতিনিধি: সাগরে সব ধরণের মাছ আহরণ ও রেনু পোনা সংগ্রহ নিষেধাজ্ঞা থাকলেও মানছে না সাগরের প্রাণ প্রকৃতি ধ্বংসকারী একটি চক্র। সাগরে রেনু পোনা ও মাছ ধরার ওপর সরকারী ভাবে মৎস্য অধিদপ্তরের ৬৫ দিনের নিষেধাজ্ঞা রয়েছে। তা না মানায় কক্সবাজার পেকুয়ায় রেনু পোনা পাচারের সময় চোরাই সিন্ডিকেটের দু’জন কে আটক করে পেকুয়া উপজেলা প্রশাসন।
গত রাত ১১ টার দিকে কুতুবদিয়া চ্যানেল (সাগরের) থেকে রেনু পোনা আহরণ করে পেকুয়া বাজার দিয়ে পাচারের সময় দু’জনকে আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম। এসময় পোনা বহনকারী গাড়ি ও প্রায় এক লক্ষ পাঁচ হাজার পিস চিংড়ি পোনা জব্দ করেন।
আটক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত ৭ ব্যারেল চিংড়ি পোনা রাতেই মাতামুহুরি নদীতে অবমুক্ত করা হয়েছে। এই সময় অভিযানে উপজেলা মৎস্য অধিদপ্তরের মেরিন ফিশারিজ অফিসার অলিউর রহমান, উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.