বিটিসি বিনোদন ডেস্ক: ক্যারিয়ারের শুরু করেছিলেন মডেলিং দিয়ে তারপর স্টার কিডদের ভীড়ে বলিউডে নিজের জায়গা করে নেন প্রিয়াঙ্কা চোপড়া। একটা সময় পর হলিউড পাড়ি দেন, তৈরি করেন নিজের জায়গা।
একটা সময় অভিনেত্রী কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন। শুধু তাই নয় তিনি বলিউডের কালো দিক প্রকাশ্যে এনে জানান এখানে শুধু মহিলা নয়, পুরুষদেরও হতে হয় যৌন হেনস্তার শিকার।
পুরোনো এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছিলেন, তিনি যৌন হেনস্থার শিকার না হলেও বলিউডে ক্ষমতার অপব্যবহারের সম্মুখীন হয়েছেন। তিনি সেই বিষয়ে বলেন, ‘আমি খুবই উদ্ধত। লোকজন আমায় একটু ভয় পায়। আমি যখন কোথাও প্রবেশ করি চেষ্টা করি কেউ যেন আর সেখানে খাপ না খুলতে পারে।’
‘আমাকেও একটা সময় ছবি থেকে বাদ দেওয়া হয়েছে কারণ কেউ একজন অন্য কাউকে সুপারিশ করেছিল। আমি একটা ছবিতে সাইন করার পর তার প্রেমিকাকে সুপারিশ করা হয়।’
তার কথায়, ‘সেটা তো ক্ষমতার অপব্যবহারই। সে প্রেমিকা অভিনেতার হোক বা পরিচালকের।’ প্রিয়াঙ্কা আরও জানিয়েছিলেন তার সেই পরিস্থিতিতে কিছু করার ছিল না।
প্রিয়াঙ্কা চোপড়া সেখানেই জানিয়েছিলেন যে শুধু মহিলারা নন, পুরুষরাও কাস্টিং কাউচের শিকার হন। অভিনেত্রীর ভাষ্য, ‘নিম্নমানের এই মানুষগুলো যারা সদ্য সদ্য এসেছে তাদের সুবিধা নিতে চান। বড় পরিচালক, প্রযোজকরা কখনই এমন কাজ করেন না। আমি অত্যন্ত ভাগ্যবতী যে আমি সবসময়ই ইন্ডাস্ট্রিতে ভালো মানুষের সঙ্গে কাজ করতে পেরেছি।’ #
Comments are closed, but trackbacks and pingbacks are open.