পুণ্যের সন্ধানে মহাকুম্ভের পথে পুনম পান্ডে

বিটিসি বিনোদন ডেস্ক: দেশ-বিদেশের বহু তারকা ও রাজনীতিক উপস্থিত মহাকুম্ভে। এবার পালা টালিউড অভিনেত্রী পুনম পান্ডের। গত সোমবার মুম্বাই বিমানবন্দরে দেখা যায় অভিনেত্রীকে।
সেই সময়ে ফটোসাংবাদিকদের পুনম জানান, ‘তিনি কুম্ভে যোগ দিতে চলেছেন।’ এবার পুণ্যের সন্ধানে ছুটে চললেন অভিনেত্রী।
সাধারণত বিতর্কিত বিষয়ের জন্যই খবরে উঠে আসেন অভিনেত্রী পুনম পান্ডে। বিমানবন্দরে গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, কুম্ভে যাচ্ছি, মহাকুম্ভে। তোমাদের জন্য প্রসাদ নিয়ে আসব। আর কিছু আনব তোমাদের জন্য?
এই ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট হতেই অভিনেত্রীর দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। এক নেটিজেন বলেছেন—আপনি যা-ই করুন, এত দ্রুত আপনার পাপ ধুয়ে যাবে না। আরেকজনের বলেছেন— সাবধানে ত্রিবেণী সঙ্গমে ডুব দেবেন।
মহাকুম্ভে ভদ্র পোশাক পরবেন। বিশেষ করে ডুব দেওয়ার সময় ঢাকা পোশাক পরবেন। তবে পিছিয়ে নেই তার ভক্ত-অনুরাগীরাও। মহাকুম্ভে পুনমকে নতুন রূপে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তারা।
এদিকে মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে গিয়ে ডুব দিয়েছেন পরিচালক রেমো ডি সুজা। সেই মুহূর্তের ভিডিও ও ছবি নিজেই শেয়ার করে নিয়েছেন তিনি। সম্পূর্ণ কালো বস্ত্রে মহাকুম্ভে গিয়ে ধ্যান করতে দেখা গেছে রেমোকে।
মহাকুম্ভে যাওয়ার আগে নিজের মুখ কালো চাদরে ঢেকে রেখেছিলেন তিনি। নদীতে ডুব দেওয়ার সময়ে নজরে আসে তার গলার রুদ্রাক্ষের মালা। জোড় হাত করে সূর্যপ্রণাম করেন তিনি। স্বামী কৈলাসানন্দ গিরি মহারাজের থেকেও আশিস চান তিনি।
অন্যদিকে মহাকুম্ভে গিয়ে এবার জীবন বদলে ফেলেছেন বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নিও।
সব রীতি মেনে তিনি সন্ন্যাসী নিয়েছেন। সন্ন্যাসী নেওয়ার সময়ে অঝোরে কেঁদেছিলেন অভিনেত্রী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.