পীরগঞ্জ থেকে ৩ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার  

 

গাইবান্ধা প্রতিনিধঃ রংপুর জেলার পীরগঞ্জ থেকে ৩ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা। র‌্যাব-১৩ রংপুরের সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা গতকাল ৬ নভেম্বর মঙ্গলবার দুপুর একটার সময় রংপুরের পীরগঞ্জ থানার খোলাহাটি গ্রামের জনৈক মজনু মিয়ার বাড়ীর নিকট হতে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী ১।শফিকুল ইসলাম(৩৮),২।রুমন মিয়া (২৮),৩।শাহজাদী (৪০),৪। মঙ্গল সাহা (৪০),৫।বিরু চন্দ্র মহন্ত(৫০) কে তিন কেজি গাঁজা, গাঁজা বিক্রির ৫৩৯০ টাকা এবং চারটি মোবাইলসহ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো পীরগঞ্জ উপজেলার আব্দুল জলিলের ছেলে ১। শফিকুল ইসলাম(৩৮),হরিরামপুর গ্রামের মজগুলের ছেলে ২। রুমন মিয়া(২৮),আদর্শ কাশিম পুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী ৩। শাহজাদী (৪০),পলাশবাড়ী উপজেলার গৃধরীপুর গ্রামের খুশিলাল সাহার ছেলে ৪।মঙ্গল সাহা(৪০),গৃধারীপুর গ্রামের বাসিন্দা সুরেন মহন্তের ছেলে ৫।   বিরু চন্দ্র মহন্ত(৫০)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এখবর নিশ্চিত করেছেন র‌্যাব -১৩ গাইবান্ধা ক্যাম্পের এ এস পি হাবিবুর রহমান জানান,গাঁজাসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।#

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মো: শাহরিয়ার কবির আকন্দ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.