পীরগঞ্জে ভোটগ্রহণ শেষ না হওয়ার আগেই এজেন্টের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেয়ার অভিযোগ (ভিডিও)

রংপুর প্রতিনিধি: ভোটগ্রহণ শেষ না হওয়ার ০৩ ঘন্টা আগেই, আজ রবিবার (০৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-০৬ পীরগঞ্জ আসনের ৪৪ নং বড় আলমপুর আবুল হোসেন দাখিল মাদ্রাসার ভোট কেন্দ্রে লাঙ্গল মার্কার পুলিং এজেন্টের কাছ থেকে ফলাফল গণনার সীটে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগের বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছে লাঙ্গল মার্কার প্রার্থী নুরে আলম যাদু।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ইকবাল হাসান এর সঙ্গে কথা বললে, তিনি জানান, কর্তব্যরত সহকারী প্রিজাইডিং অফিসার সময় স্বল্পতা ও ভুলক্রমে বিষয়টি করে ফেলেছে তবে দ্রুত সেটি সমাধানের চেষ্টা চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.