পিকআপ ভ্যানচাপায় স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা নিহত
লক্ষ্মীপুর প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা নিহত হয়েছেন। উপজেলার তোরাবগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পার্থ করুনানগর এলাকার ডালিম কুমার দাসের ছেলে ও রুপন্ন একই এলাকার সত্য নারায়ণ দাসের ছেলে।
নিহতরা হলেন- ১) উপজেলার হাজিরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পার্থ কুমার দাস (৪০) ২) ও একই ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক রুপন্ন কুমার দাস (৩৫)। করুনানগর এলাতোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন বিটিসি নিউজকে জানান, রাত ১১টার দিকে তারা মোটর সাইকেল যোগে লক্ষ্মীপুর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা লক্ষ্মীপুরগামী মাছবাহী দ্রুতগতির একটি পিকআপভ্যান তাদের মোটর সাইকেলকে চাপা দেয়।পার্থ করুনানগর এলাকার ডালিম কুমার দাসের ছেলে ও রুপন্ন একই এলাকার সত্য নারায়ণ দাসের ছেলে।
এতে রুপন্ন ঘটনাস্থলেই মারা যান। অপর আরোহী পার্থ গুরুতর আহত হন। স্থানীয়রা পার্থকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.