বিটিসি বিনোদন ডেস্ক:শুটিংয়ের সময় সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে পা পিছলে পড়ে আহত হয়েছেন টালিউড অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। পরে তাকে হাসপাতালে যেতে হয়। আংশিক অস্ত্রোপচারও হয়েছে ছোটপর্দার মিঠাইয়ের।
পায়ের নখ পুরো উপড়ে গেলেও মাঝপথে শুটিং ছেড়ে চলে আসেননি অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। পুরো শুটিং করে বাড়ি ফেরেন অভিনেত্রী।
শুটিংয়ে প্রাথমিক চিকিৎসা করে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হলেও বাড়ি ফিরতেই যন্ত্রণা বাড়ে। তারপরই হাসপাতালে ছুটতে হয় মিঠাইকে। সেখানে ছোটখাট এক অস্ত্রোপচারও হয় তার।
দিনকয়েক চিকিৎসকদের পরামর্শে বাড়িতে বিশ্রামও নিতে হবে তাকে। সুস্থ হয়ে কাজে ফেরার দিন গুনছেন সৌমিতৃষা কুণ্ডু।
সৌমিতৃষা বলেন, গিয়েছিলাম একটা ফটোশুট করতে। সেখানেই হোটেলের সিঁড়ি থেকে পড়ে কীভাবে পা মোচকে নখ উপড়ে গেল বুঝিনি। তবু শুটিং শেষ করেই বাড়ি ফিরেছি।
তিনি আরও বলেন, একটা অস্ত্রোপচার হয়েছে। তখন অবশ করে দিয়েছিল বলে ব্যথাটা টের পাইনি। বাড়ি ফিরতেই বুঝতে পারছি এখন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সক্রিয় দর্শকপ্রিয় ‘মিঠাই রানি’। তার অনুরাগীর সংখ্যারও অন্ত নেই। ‘প্রধান’ দিয়ে সদ্য বড়পর্দায় যাত্রা শুরু তার। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.