পাহাড়ে শুটিং, আসছেন রজনীকান্ত

 

বিটিসি নিউজ ডেস্ক: দার্জিলিঙে এখন উপচে পড়ছে ভিড়। ম্যালের দোকানে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। এ বার গ্রীষ্মের মৌসুমে আরও জমজমাট হয়ে উঠতে চলেছে দার্জিলিং।

কারণ, সব ঠিক থাকলে জুনের গোড়াতেই প্রায় এক মাসের জন্য দার্জিলিঙে আসবেন থাকবেন দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় চিত্রতারকা রজনীকান্ত। একটি তামিল ছবির শ্যুটিংয়ের জন্য থাকবেন তিনি।

পুলিশ সূত্রের খবর, কয়েক দশক আগে একটি দক্ষিণী ছবির চিত্রগ্রহণের সময়ে রজনীকান্ত দার্জিলিঙে এসেছিলেন। চলতি মরসুমে তিনি এলে তাঁকে সামনে রেখে একটি অনুষ্ঠানের আয়োজনের কথাও ভেবেছে জিটিএ।

 

 

জুনের প্রথম সপ্তাহেই দার্জিলিঙের ভানু ভবনে পুলিশ আয়োজিত জেলাব্যাপী গানের প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠান হবে। সেখানে পুরস্কার বিলিও হবে। ওই অনুষ্ঠানেই জনপ্রিয় চিত্রতারকাকে হাজির করানোর চেষ্টাও চালাচ্ছেন উদ্যোক্তারা।

গরমের ছুটি চলায় পাহাড় এখন পর্যটকদের ভিড়ে ঠাসাঠাসি। ফলে, সিনেমার চিত্রগ্রহণের সময়ে উৎসাহীদের বাড়তি ভিড়ও হতে পারে। সে কথা মাথায় রেখেই বাড়তি নিরাপত্তা বন্দোবস্ত করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.