পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় পথচারি নিহত

নিজস্ব প্রতিবেদক: পাবনা অনন্ত বাজার পাঁচ রাস্তার মোড়ে ব্যস্ততম রাস্তায় বেপোরোয়া গতিতে আসা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় এক পথচারি নিহত হয়।
নিহত পাবনা সদর উপজেলাের শ্রীপুর এলাকার সূর্য কান্ত দাসের ছেলে লক্ষণ কুমার দাস (৫০)।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারী) সকাল ৯:৩০ ঘটিকার সময় শহর থেকে বিশ্ববিদ্যালয়ে যাবার পথে পাবনা-স ১১-০০০৯ নাম্বারের বাসটি এ দূর্ঘটনাটি ঘটায়। বাসটি দ্রুত গতিতে চাপা দিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী দৌড়ে বাসটিকে ধরতে না পারলেও বাসের নাম্বারের ছবি তুলতে সক্ষম হয়।
এ বিষয়ে জানার জন্য পাবনা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আব্দুল আওয়াল এবং পরিবহণ প্রশাসক প্রফেসর কামরুজ্জামান কে মোবাইলে কল দিয়ে পাওয়া যায়নি।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান “আমরা বিষয়টি জেনেছি এবং তৎক্ষনাৎ আমাদের মোবাইল টিম ঘটনাস্থলে পাঠিয়েছি এবং আমাদের তত্বাবধানে লাশটি হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পাবনা সদর থানায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.