পাবনা প্রতিনিধি:পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. রুহুল আমিনের উদ্যোগে পাবনা শহরের ২টি পয়েন্টে প্রান্তিক কৃষকের কাছ থেকে সবজি কিনে ন্যায্যমূল্যে বিক্রয় করা হচ্ছে।
শহরের বড় বীজ সংলগ্ন সাংস্কৃতিক চত্বরে ও তাড়াশ বিল্ডিং এর সামনে ইঞ্জি. রুহুল আমিন নিজ উদ্যোগে ন্যায্যমূল্যে সবজি বিক্রির কার্যক্রম চালু করেছেন। তার এই মহৎ উদ্যোগটি সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
এসময় ইঞ্জি. রুহুল আমিন বলেন, সিন্ডিকেট ব্যবসায়ীরা পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে জিনিসের দাম বাড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকের কাছ থেকে সবজি কিনে শহরের ২টি পয়েন্টে ন্যায্যমূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করছি।
এতে কৃষক যেমন উপকৃত হবে, তেমনি সাধারণ মানুষ কম দামে পণ্য কিনতে পারবে। নিয়মিত চলবে দ্রব্যমূল্যে দাম না কমা পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি আর কে আকাশ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.