পাবনায় চিকিৎসকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
পাবনা প্রতিনিধি: চিকিৎসা পেশা চালিয়ে গেছেন সাত বছর। ক্লিনিক থেকে নিয়েছেন মোটা অংকের বেতন। তবে, অন্যের নাম এবং বিএমডিসির নিবন্ধন নম্বর ব্যবহার করে চিকিৎসক সাজার অভিযোগ ওঠার পর আর সাক্ষাতে আসছেন না। এরইমধ্যে যার নামে চিকিৎসক পরিচয় দিয়েছেন তিনিও হাজির। এমন ঘটনায় তোলপাড় চলছে পাবনার ভাঙ্গুড়ায়।
২০১২ সালে পাবনার ভাঙ্গুড়া হেলথ কেয়ার ক্লিনিকে আলট্রা সনোলজিস্ট ও আবাসিক চিকিৎসক হিসেবে যোগ দেন ডা. মাসুদ করিম নামে পরিচয় দেয়া এই ব্যক্তি। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএর পাবনা শাখার আজীবন সদস্যও তিনি।
সম্প্রতি, ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ভুয়া চিকিৎসক বলে দাবি করেন এক ব্যক্তি। এরপর ডা. মাসুদ করিম নামে পরিচয় দেয়া ব্যক্তির সাক্ষাৎ করার চেষ্টা করে ব্যর্থ হন সাংবাদিকেরা। তবে, টেলিফোনে তিনি দাবি করেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন।
তার সাক্ষাৎ না পাওয়া গেলেও ঢাকা থেকে এসেছেন আরেক চিকিৎসক। তার দাবি, তিনিই আসল ডা. মাসুদ করিম। পুরো ঘটনা জেনে বিস্মিত তিনি।
আগে ভাঙ্গুড়া হেলথ কেয়ার ক্লিনিকে ওই কথিত চিকিৎসকের সাইনবোর্ড থাকলেও এখন তার হদিস নেই। কর্তৃপক্ষের দাবি, কাগজপত্র দেখে ওই ব্যক্তিকে ভুয়া চিকিৎসক মনে হয়নি তাদের।
চিকিৎসক সাজার এমন প্রতারণায় ক্ষুব্ধ স্থানীয় লোকজন। অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করার দাবি তাদের।#
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি মোঃ ময়নুল ইসলাম লাহিড়ী মিন্টু।
Comments are closed, but trackbacks and pingbacks are open.