নিজস্ব প্রতিবেদক: পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বালু উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে হাতাহাতি হয়েছে।
এ ঘটনায় জামাত ইসলামীর ৩জন নেতাকর্মী আহত হয়েছে।
গতকাল সোমবার দুপুর ৩টার দিকে এই ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, কতিপয় বালু ব্যবসায়ী বেশ কিছুদিন ধরে সুজানগর পৌরসভার পার্শ্ববর্তী চরভবানীপুর পদ্মা নদীর চরাঞ্চল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার বিশেষ অভিযান পরিচালনা করে ওই বালু উত্তোলন বন্ধ এবং একটি ট্রাক জব্দ করেন। দুপুর ৩টার দিকে পৌর বিএনপি নেতা মজিবর রহমান খান, পৌর কৃষক দলের আহবায়ক শাজাহান আলী শেখসহ বেশ কয়েকজন বিএনপি নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে বালু উত্তোলন বন্ধ ও ট্রাক আটকের বিষয়ে কথা বলছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত উপজেলা জামাতে ইসলামীর সেক্রেটারি টুটুল হোসেন বিশ্বাস ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফারুকী আজমসহ আরো নেতৃবৃন্দ বালু উত্তোলনের ওই বিষয়কে নিয়ে বিএনপি নেতৃবৃন্দের সাথে বিতর্কে লিপ্ত হন। একপর্যায়ে উভয় দলের নেতৃবৃন্দের মধ্যে এ নিয়ে হাতাহাতি হয়।
এতে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফারুকী আজমসহ ৩জন জামায়াত নেতা আহত হন। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.