নিজস্ব প্রতিবেদক:পাবনার ফরিদপুর উপজেলার বড়াল নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) দুপুরে পৌর শহরের থানা পাড়া মহল্লায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলো- পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর আবু সামার মেয়ে তন্নী (১১) ও ব্যবসায়ী আলমগীর হোসেনের পুত্র জুবায়ের (৮)। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই-বোন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর দেড় টার দিকে বাড়ির সামনের বড়াল নদীর ঘাটে বসে ছিল শিশু তন্নী ও জুবায়ের। হঠাৎ করে জুবায়ের নদীর পানিতে পড়ে যায়। এসময় তন্নি ভাই জুবায়েরের হাত ধরতে গিয়ে দুজনেই পানিতে তলিয়ে যায়। পাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে পরিবারের নিকট খবর দিয়ে তাদরকে খোঁজাখুঁজি শুরু করে। কিছু সময় পরে নদী থেকে তাদেরকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইগত প্রক্রিয়া চলছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। পরিবারকে সতর্ক ও সচেতন হওয়ার আহবান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.