পাবনার দুই শহীদ পরিবারকে “২য় স্বাধীনতায় শহীদ যারা” স্মারকগ্রন্থ তুলে দিল জামায়াত

নিজস্ব প্রতিবেদক: পাবনার দুই শহীদ পরিবারের হাতে ছাত্র-জনতার জুলাই বিপ্লবে শহীদদের নিয়ে দলের উদ্যোগে লেখা ১০ খন্ডের “২য় স্বাধীনতায় শহীদ যারা” স্মারক গ্রন্থ তুলে দিয়েছে জামায়াতে ইসলামী।
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে পাবনা জেলা জামায়াত অফিসের মিলনায়তনে পাবনার শহীদ জাহিদ হোসেন ও শহীদ মাহবুব হাসান নিলয়ের‌ বাবার হাতে এই গ্রন্থ তুলে দেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল।
অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, ২৪’র বিপ্লবে নিহতের জামায়াতে ইসলামী অত্যন্ত সম্মানের চোখে দেখে। তাদেরকে বুকে ধারণ করে। এজন্যই জামায়াতে ইসলামীর নিজ দলের শহীদ সংখ্যা প্রকাশ করেনি। কারণ শহীদদের কোনো দল নেই। প্রত্যেক শহীদকেই জামায়াতে ইসলামী সমান চোখে দেখে এবং তাদের ত্যাগের সম্মান করেন। শহীদদের নিয়ে এমন স্মারণ গ্রন্থ আর কোনো দল‌ উদ্যোগ নেয়নি।
এসময় শহীদ জাহিদ হোসেনের বাবা দুলাল হোসেন মাস্টার ও শহীদ মাহবুব হাসান নিলয়ের বাবা আবুল কালাম, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম, নায়েবে আমীর প্রিন্সিপাল ইকবাল হুসাইন বক্তব্য রাখেন।
এছাড়া উপস্থিত ছিলেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অধ্যাপক আবু সালেহ মো. আব্দুল্লাহ, এস এম সোহেলসহ জেলা শীর্ষ নেতৃবৃন্দ ও অন্যান্য উপজেলার আমীর-সেক্রেটারিরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.