নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা সরকার পতনের পর পাবনায় বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে বিএনপি’র কোন নেতাকর্মী জড়িত নেই বলে দাবি করেছেন জেলা বিএনপি নেতারা।বিএনপির কোন নেতাকর্মী জড়িত থাকার প্রমাণ পেলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) রাতে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলন থেকে শুক্রবার জুমআর নামাজের পূর্বে সকল মসজিদে খুতবা পাঠের মাধ্যমে এ ধরনের হামলা ভাংচুর লুটপাট থেকে বিরত থাকার আহবান করার অনুরোধ জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এড. মাসুদ খোন্দকার, যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, আনিসুল হক বাবু, শেখ তুহিন, নুর মোহাম্মদ মাসুদ বগা।
Comments are closed, but trackbacks and pingbacks are open.