পাবনায় যাত্রীর ছুরিকাঘাতে বাসের হেলপার নিহত, আটক-১

নিজস্ব প্রতিবেদক: পাবনার মাছরাঙ্গা পড়িবহন বাসের সুপারভাইজার সাথে ভাড়ার টাকা নিয়ে কথা কাটাকাটির যাত্রীর এক পর্যায় ছুরিকাঘাতে বাসের হেলপার নিহত হয়েছে। তার নাম জুবায়ের রহমান (২৫)। সে  সদর উপজেলা গাছপাড়া খাঁপাড়া জাহিদুর রহমান ছেলে।
ঘটনার সাথে জড়িত  মারুফ হোসেন সুমন (৪০) নামে একজন কে আটর করেছে পুলিশ । সে সদর উপজেলা আরিফপুর এলাকার জিয়াউর রহমানের ছেলে ।
সোমবার (২০ নভেম্বর) দিবাগত রাতে পাবনা-নরসিংদী রুটের মাছরাঙ্গা পরিবহনের এই ঘটনা ঘটে। 
নিহত পরিবার জানান, ঢাকা গাফতলী থেকে বাসের এক যাত্রীর সাথে সুপারভাইজার ও হেলপারের কথা কাটাকাটি হয়। পরে পাবনায় এসে বাস থামালে সেই যাত্রীর লোকজন এসে গাড়ি ডাইভার ও সুপারভাইজার সাথে মারামারি শুর করে। এ সময় হেলপারকে যাত্রীর লোকজন ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে ।
সদর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা রওশন আলী ঘটনার সতত্যা বিটিসি নিউজকে নিশ্চিত করে জানান ঘটনার সাথে জড়িত এক জনকে আটক করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.