পাবনায় নগরবাড়ি নৌবন্দর ও ফরিদপুরের বড়াল নদীর উপর অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক: পাবনায় নগরবাড়ি নৌবন্দর ও ফরিদপুরের বড়াল নদীর উপর ব্রিজের এপ্রোস রোড সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শারমিন আক্তার সুমি।
পরে ১৫ জন ভূমি মালিককে ক্ষতিপূরণ ও জমির মূল্য বাবদ এক কোটি ৬২ লাখ ৫৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.