পাবনায় চাঁদার দাবীতে বাস পুড়িয়ে দেওয়ার অভিযোগে সেই যুবদল নেতাকে দলীয় কর্মকাণ্ড থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক: পাবনা সদরের মালিগাছায় বাস মালিকের কাছে মাসিক ২০ হাজার টাকা চাঁদা না পেয়ে বাস পুড়িয়ে দেওয়ার অভিযোগে ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রানু বিশ্বাসকে  দলীয় সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
রোববার (০২ ফেব্রুয়ারি) রাতে পাবনা জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা ও সদস্য সচিব মনির আহম্মেদ সাক্ষরিত দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অব্যাহতির কথা জানানো হয়।
শনিবার (১ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৩টার দিকে ইউনিয়নের শংকরপুর এলাকায় বাস পুড়ানোর ঘটনা ঘটে। বাসটি পাবনা-ঈশ্বরদী রুটে চলাচল করত। রানু বিশ্বাস মালিগাছা ইউনিয়নের রুপুপর গ্রামের রশিদ বিশ্বাসের ছেলে। তিনি মালিগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পাবনা সদর উপজেলা মালিগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক (বর্তমানে যুবদলের কোন পদে নাই) রানু বিশ্বাস সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় যুবদলের সকল পর্যায়ের কর্মসূচীতে যোগদান থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হলো। সাবেক নেতার এহেন কর্মকান্ডের দায় দল বহন করবে না। যুবদলের সকল পর্যায়ে নেতা কর্মীদের অভিযুক্তের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।
পাবনা জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি জানতে পেরে সত্যতা নিশ্চিত হয়ে তাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় কর্মকান্ডের বিরুদ্ধে যারা যাবে তাদের সংগঠনে স্থান দেওয়া হবে না। যুবদলের নাম ভাঙিয়ে অপকর্ম করার কোন সুযোগ নেই।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিটিসি নিউজকে বলেন, এ ঘটনায় রানু বিশ্বাসের নামে গাড়ী পুড়ানো মামলা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য: গত বৃহস্পতিবার বিকেলের দিকে তামিম ট্রাভেলসের মালিক এনামুল হকের কাছে মালিগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রানু বিশ্বাস মাসিক ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এসময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাস চলাচল বন্ধ ও পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপর গত শনিবার রাত ৩টার পর ৩টি মোটরসাইকেলে কয়েকজন এসে শংকরপুর গ্রামে দাঁড়িয়ে রাখা বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.