বিটিসি বিনোদন ডেস্ক: মাত্র এক দশকের ক্যারিয়ারে বেশকিছু পুরস্কার ও সম্মাননা ঘরে তুলেছেন অভিনেত্রী কৃতি শ্যানন। সবশেষ সেই ঝুলিতে এবার জমা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২১ সালে ওটিটিতে মুক্তি পাওয়া ‘মিমি’ সিনেমায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এই সম্মান অর্জন করেছেন তিনি।
মঙ্গলবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সাদা শাড়ি পরে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃতি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করার পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেন এই অভিনেত্রী। মা ও বাবার সঙ্গে ছবি তুলে তা সবার সঙ্গে শেয়ার করেন তিনি। এমনিক এই পুরস্কারের আনন্দে নতুন বাড়িও নাকি কিনে ফেলেছেন।
তবে এমন আনন্দের মুহূর্তে মনখারাপের খবর পেলেন কৃতি। ‘আদিপুরুষ’ সিনেমার শুটিং শুরুর সময় থেকেই গুঞ্জন রটে দক্ষিণী অভিনেতা প্রভাসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে গেছেন তিনি। তারা সরাসরি বিষয়টি স্বীকার না করলেও একাধিক অনুষ্ঠানে তাদের মন্তব্যে প্রেমের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
কিন্তু এবার ভিন্ন কথা শোনালো প্রভাসের পরিবার। তার বিয়ের পরিকল্পনার কথা ফাঁস করেছে অভিনেতার ঘনিষ্ঠ আত্মীয়। অভিনেতার কাকিমা বলেন, ‘দুর্গা মায়ের কৃপা রয়েছে আমাদের ওপর। খুব শিগগিরই প্রভাসের বিয়ে হবে। আপনারা সকলে নিমন্ত্রিত থাকবেন সেই বিয়েতে।’ সূত্রটির বরাত দিয়ে একাধিক ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে সেই পাত্রীর তালিকায় নেই কৃতি! যা নিয়ে এরই মধ্যে নানা জল্পনা-কল্পনার শুরু হয়েছে নেটদুনিয়ায়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.