পাঞ্জাব প্রাদেশিক পরিষদ সদস্যদের শপথ গ্রহণ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক পরিষদের (পিএ) নবনির্বাচিত সদস্যরা শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে শপথ নিয়েছেন। শপথ বাক্য পড়িয়েছেন বিদায়ী স্পিকার সিবতাইন খান।
সিবতাইনের সভাপতিত্বে পিএর অধিবেশনটি দুই ঘণ্টার বেশি সময় দেরিতে শুরু হয়। তবে নতুন স্পিকার এখনও নির্বাচন করা হয়নি।
আগামীকাল (শনিবার) গোপন ব্যালটের মাধ্যমে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে বলে জানিয়েছেন সংসদ সচিব। তিনি বলেন, আজ (শুক্রবার) স্পিকার ও ডেপুটি স্পিকারের মনোনয়নপত্র সংগ্রহ ও যাচাই-বাছাই করা হবে।
সচিব আরও বলেন, (পাকিস্তান সময়) শুক্রবার বিকাল ৫টার আগে তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। বিকাল ৫টা ১০ মিনিটে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আর সব কাজ শেষ করা হবে ৫টা ২০ মিনিটের মধ্যে।
৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের পর এটাই ছিল প্রথম প্রাদেশিক পরিষদের অধিবেশন, যেখানে নবনির্বাচিত সদস্যরা শপথ নিয়েছেন।
অধিবেশনের শুরুতে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রার্থী ও সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) সদস্যরা একে অপরের বিরুদ্ধে স্লোগান দেয় এবং উত্তপ্ত বাক্য বিনিময় করে।
বর্তমানে এসআইসির ৯৭ জন সদস্য অধিবেশনে রয়েছেন। দলটি দাবি করেছে, তার সদস্যদের সমাবেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিপরীতে পিএমএল-এনের সদস্য রয়েছে প্রায় ২১৫ জন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.