বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী ট্রেনে হামলা ও ছিনতাইয়ের একটি ভিডিও প্রকাশ করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। কীভাবে রেললাইনে বোমা হামলা করা হয় এবং ট্রেনের নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের জিম্মি করা হয় তা ওই ভিডিওতে ধরা পড়েছে।
গত মঙ্গলবার (১১ মার্চ) কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার পথে বেলুচিস্তানের বোলান জেলায় জাফর এক্সপ্রেসে হামলা চালায় বিএলএ যোদ্ধারা। হামলার পর এর দায় স্বীকার করে গোষ্ঠীটি জানায়, তারা একটি রেললাইন উড়িয়ে দেয়, গুলি চালায় এবং ট্রেনের প্রায় ৪০০ শতাধিক যাত্রীকে জিম্মি করে।
ঘটনার পরপরই জিম্মিদের উদ্ধারে বিএলএর বিরুদ্ধে অভিযান শুরু করে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। যা এখনও অব্যাহত রয়েছে। অভিযানে অন্তত ২৭ জন সশস্ত্র হামলাকারী নিহত হয়েছে।
এছাড়া এখন পর্যন্ত ১৫৫ জন জিম্মিকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩৭ জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য সরিয়ে নেয়া হয়েছে। এদিকে শেষ হামলাকারীকে পরাজিত না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে নিরাপত্তা বাহিনী।
বুধবার (১২ মার্চ) নিরাপত্তা সূত্র জানিয়েছে, আত্মঘাতী বোমা হামলাকারীরা তিনটি আলাদা স্থানে নারী ও শিশুদের আটকে রেখেছে। তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। এ কারণে নিরাপত্তা বাহিনী অভিযানে উচ্চ সতর্কতা অবলম্বন করতে বাধ্য হচ্ছে বলে সূত্রগুলো উল্লেখ করেছে।
হামলার কয়েক ঘণ্টা পর বেলুচিস্তানপন্থি কিছু গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দেয়। যেখানে হামলা ও ট্রেন দখলের দৃশ্য দেখানো হয়েছে।
ভিডিওতে দেখা যায়, প্রথমে ট্রেনের সামনের অংশকে টার্গেট করা হয়। এরপর রেললাইনে বোমা হামলা করা হয়। ওই সময় আশপাশে অবস্থান করছিলেন ওই বিএলএ সদস্যরা। হামলার পরই তারা ট্রেনের যাত্রীদের জিম্মি করে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.