পাওলি দাম গোপন কথা প্রকাশ্যে এলো…

বিটিসি বিনোদন ডেস্ক: ‘ছোটবেলায় ছাদে গিয়ে বড়দের প্রেমের গল্প পড়তেন বলে জানালেন টলিউড ও বলিউড অভিনেত্রী পাওলি দাম। বৃহস্পতিবার দুপুরে ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মুক্তির অপেক্ষায় রয়েছে পাওলি দাম অভিনীত সিনেমা ‘ছাদ’। বৃহস্পতিবার বইমেলার এসবিআই অডিটোরিয়ামে ইন্দ্রাণী পরিচালিত এই ছবির পোস্টার এবং ট্রেলার প্রকাশ্যে এসেছে। সেই সঙ্গে ছবির কলাকুশলীরা শোনালেন ছাদ ঘিরে তাদের নানা স্মৃতিকথা। পাওলি দাম বলন, ‘বহু দিনের অপেক্ষার পর ছবিটি মুক্তি পাচ্ছে। বইমেলায় ছবির পোস্টার প্রকাশ্যে এলো দেখে ভালো লাগছে।’
তিনি বলে, পরিচালকের কাছ থেকে ছবির নাম শোনার পরেই তিনি রাজি হয়ে যান। কারণ ছাদের সঙ্গে তারও শৈশবের একাধিক স্মৃতি জড়িয়ে রয়েছে। পাওলি বলেন, ‘ছাদ বা বারান্দা আমাদের কাছে স্বাধীনতার প্রতীক। ছোটবেলায় ছাদে লুকোচুরি খেলতাম। বড়দের প্রেমের গল্পও লুকিয়ে ছাদেই পড়তাম। ছাদের অনেক গোপন কথা রয়েছে।’
আধুনিক শহরে ছাদের পরিসর যে ক্রমশ ছোট হয়ে আসছে, সে কথাই ধরা পড়ে রণজয়ের বক্তব্যে। তিনি বলেন, ‘আমার নিজের বাড়ি মধ্যমগ্রামে। সেই বাড়ির ছাদ আমার মন জুড়ে। একজন লেখিকাকে নিয়ে এই ছবির গল্প। তাই আমাদের ‘‘ছাদ’’ এসেছে বইমেলায়।’
পরিচালক ইন্দ্রাণী বলেন, ‘সপ্তাহের মাঝখানে কাজের দুপুরেও এত মানুষ আমাদের ছবিকে সমর্থন কারার জন্য উপস্থিত হয়েছেন, আমার খুব ভাল লাগছে। আশা করি ছবিটাও দর্শকের পছন্দ হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় ও সম্পাদক সুধাংশুশেখর দে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.