পাঁচ বছরের মধ্যেই মা হতে চান তিশা!

বিটিসি বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয় দিয়ে অল্প ক’দিনের জয় করেছেন দর্শকদের মন। বর্তমানে এই অভিনেত্রী অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে।
আর সেখানেই মুখোমুখি হয়েছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা গণমাধ্যম ঠিকানা’র নতুন টকশো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’র।
জায়েদ খানের উপস্থাপনায় অনুষ্ঠানের প্রথম পর্বের অতিথি হয়ে তিশা জানান, আগামী পাঁচ বছরের মধ্যে তিনি কী কী করতে চান।
উপস্থাপকের প্রশ্ন- পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? উত্তরে তিশা বলেন, ‘আই উইল বি অ্যা মাদার। এর মধ্যে আমি বিয়ে করব। মা হবো। এভাবে হয়তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পার্সোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’
বলা দরকার, গতকাল শুক্রবার রাত ৮টায় প্রচারিত হয় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানটি।
এই অনুষ্ঠানের মধ্যদিয়ে উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ ঘটে চিত্রনায়ক জায়েদ খানের। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.