বিটিসি স্পোর্টস ডেস্ক:রিয়াল বেতিসের বিপক্ষে গোল উৎসব করল বার্সেলোনা। কোপা দেল রের শেষ ষোলোর লড়াইয়ে ৫-১ গোলের বড় জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে হান্সি ফ্লিকের দল। এর আগে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলেছিল বার্সেলোনা।
বুধবার (১৫ জানুয়ারি) রাতে অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। তৃতীয় মিনিটে প্রথম সুযোগেই এগিয়ে যায় তারা। ওলমোর পাস ধরে গাভি ডান পায়ে নিয়ন্ত্রণ নিয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান। বেতিস একাডেমি থেকে উঠে আসা গাভি গোল উদযাপন থেকে বিরত থাকেন, পূর্বের ক্লাবের প্রতি সম্মান জানিয়ে।
ম্যাচের ২৭তম মিনিটে ইয়ামালের নিখুঁত পাস থেকে ডিফেন্ডার কুন্দে দলের দ্বিতীয় গোলটি করেন। বিরতির আগে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
বিরতির পরও বার্সেলোনা ছিল দুর্দান্ত। ৫৫ মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রস থেকে ইয়ামাল গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। তবে ৫৮ মিনিটে রাফিনহা স্কোরলাইন ৩-০ করেন। এই মৌসুমে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এটি ২০তম গোল।
৬৪তম মিনিটে রাফিনহা বদলি নামেন এবং ঠিক দুই মিনিট পর ফেররান তরেস দলের চতুর্থ গোলটি করেন।
৭৫ মিনিটে ১৭ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার ইয়ামাল তার নৈপুণ্য দেখান। সতীর্থ লোপেসের পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন। যদিও লাইন্সম্যান প্রথমে অফসাইডের পতাকা তোলেন, ভিএআরের সিদ্ধান্তে তা গোল হিসেবে গৃহীত হয়।
নির্ধারিত সময়ের ৬ মিনিট বাকি থাকতে স্পট-কিক থেকে রিয়াল বেতিসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিতর রকি ব্যবধান কমান।
টানা দুই ম্যাচে পাঁচ গোল করে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের শিরোপার পর কোপা দেল রে-তে এই পারফরম্যান্স দলের আত্মবিশ্বাস বাড়াবে। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া বার্সেলোনা প্রতিপক্ষের জন্য এখন আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.