বিশেষ (ভারত) প্রতিনিধি:তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ভার্চুয়াল সকায় বক্তব্য রাখতে গিয়ে বার বার বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগানোর অভিযোগে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই প্রসঙ্গেই বাংলায় ভোট পরবর্তী হিংসার অভিযোগে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের তদন্তের কথার উল্লেখ করেন তিনি৷
মুখ্যমন্ত্রী বলেন, ‘মানবাধিকার কমিশনকে নিয়ে আমার কোনও আপত্তি নেই৷ কিন্তু ওরা নিরপেক্ষ ভাবে কাজ করুক৷ বিজেপি নেতাদের নিয়ে কেন ওরা গ্রামে যাবে?’ মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, মানবাধিকার কমিশনের রিপোর্টেই ভোট পরবর্তী অশান্তিতে রাজ্যে পাঁচ বিজেপি কর্মীর মৃত্যুর কথা বলা হয়েছে৷ কিন্তু তৃণমূলের ১৬ জন নেতা কর্মী মারা গেলেও সে কথা কোথাও বলা হচ্ছে না৷
এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘মানবাধিকার কমিশন শুধু বাংলার জন্য? ত্রিপুরার ক্ষেত্রে মানবাধিকার কমিশন কোথায় থাকে? রোজ আমাদের মহিলাদের লাঠি গিয়ে মেরে রক্ত বের করে দিচ্ছে৷ আমাদের সাংসদদের সঙ্গে যে নিরাপত্তা রক্ষীরা গিয়েছিলেন তাঁদেরকেও মারধর করা হচ্ছে৷ একটা টিটেনাস ইঞ্জেকশনও দেয়নি৷ ‘একই সঙ্গে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এনআরসি নিয়ে প্রতিবাদ করতে তৃণমূল সাংসদরা অসমে যখন গিয়েছিলেন, তখন সেখানে তাঁদের ঢুকতে দেওয়া হয়নি৷ উত্তর প্রদেশের হাথরসেও একই ঘটনা ঘটেছিল৷ মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘জাতীয় মানবাধিকার কমিশন থেকে শুরু করে সবকটা এজেন্সির রাজনীতিকরণ করে ফেলেছেন৷ আমি দুঃখিত, কিন্তু এদের প্রত্যেকে বিজেপি-র সদস্য৷’
মুখ্যমন্ত্রী অবশ্য দাবি করেছেন, সিবিআই ভোট পরবর্তী হিংসার অভিযোগের তদন্ত করলেও তাঁর কোনও সমস্যা নেই৷ কারণ প্রতিটি ক্ষেত্রেই পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করেছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর দাবি, চার্জশিটও গঠন করা হয়েছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি যখন সরকার চালাই, আমি প্রত্যেকের কথা ভেবে কাজ করি৷ আমি বিজেপি-র মতো নই৷ তৃণমূল কংগ্রেসের কেউ কোনও দোষ করলে তাদেরকেও গ্রেফতার করতে বলি৷ ‘
ত্রিপুরায় বিজেপি-কে হারিয়ে তারাই ক্ষমতায় আসছে বলে দাবি করছে তৃণমূল৷ এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেন, ‘পশ্চিমবঙ্গে খেলা চলছে৷ ত্রিপুরায় খেলা হবে, অসমেও খেলা হবে, গোটা দেশে খেলা হবে৷ ২০২৪-এ দিল্লিতেও বিজেপি সরকারের বিরুদ্ধে খেলা হবে৷ প্রাণ দিতে তৈরি, কিন্তু বিজেপি-র হাতে দেশ বিক্রি হতে দেব না৷ ‘একই সঙ্গে বিজেপি-কে হুঁশিয়ারি দিয়ে তৃণমূলনেত্রী বলেন, ২০২৪-এর আগে ত্রিপুরাতেও খেলা হবে৷
Comments are closed, but trackbacks and pingbacks are open.