পলাশাবাড়ীতে ডিশ সংযোগ মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুত স্পর্শে এক যুবকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে ডিশ সংযোগ মেরামতের কাজ করতে গিয়ে আজ শুক্রবার সন্ধায় ২ সন্তানের জনক শাহারুলের (৩০)মৃত্যু ঘটেছে।
প্রত্যক্ষদর্শি ও পারিবারিক সূত্রে জানা যায়,উপজেলার মহদীপুর ইউনিয়নের কেত্তারপাড়া গ্রামের মৃত মোস্তাফিজার রহমানের দরিদ্র পরিবারের ছেলে শাহারুল পেশাগত ভাবে দীর্ঘদিন ধরে ডিশ সংযোগের কাজ করে আসছিল। আজ শুক্রবার ১ মার্চ সন্ধ্যায় উপজেলার ঢোলভাঙ্গা বাজার বড়ব্রিজ এলাকায় ডিশের কাজ করতে গিয়ে পল্লী বিদ্যুত বিভাগের হাই ভোল্টেজের তারে জড়িয়ে যায়।এসময় বিদ্যুত স্পর্শে শাহারুল অচেতন হয়ে পড়ে।
স্থানীয়রা চিকিৎসার জন্য পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়। সহজ-সরল ভদ্র স্বভাবের শাহারুলের আকস্মিক অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.