পলাশবাড়ীতে লাঙ্গল প্রার্থীর গণসংযোগ

গাইবান্ধা প্রতিনিধি: পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মমতাজ উদদীন আজ শনিবার ২রা মার্চ দিনব্যাপী গণসংযোগ করেন। উপজেলার ৮নং মনোহরপুর ও ৯নং হরিনাথপুর ইউনিয়নের জাপার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি সাধারণ ভোটাদের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন, উপজেলা জাপার সহ-সভাপতি রবিউল হোসেন পাতা, মনোহরপুর ইউনিয়ন সভাপতি ছাইদুর রহমান, সাংগঠনিক পিন্টু মিয়া, হরিনাথপুর ইউনিয়ন সভাপতি দুদু মিয়া, সাধারণ সম্পাদক জোনাব আলী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহীদ প্রমূখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.