পলাশবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নে আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যুৎতায়িত হয়ে আঃ সাত্তার( ৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত আঃ সাত্তার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামার জামিরা গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে। স্থানীয়রা জানান, আঃ সাত্তার কুমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাঁঠাল গাছের পাতা পারতে গাছে উঠলে অসাবধানতা বসত বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
হরিনাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.