গাইবান্ধা প্রতিনিধি: ন্যায় এবং শাসনের এক নতুন দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠিত হবে। ইসলামের বিধান ও আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হলে জনগণের অধিকার ও শান্তি প্রতিষ্ঠিত হবে, যা দেশের সামগ্রিক উন্নয়ন এবং কল্যাণ নিশ্চিত করবে।
এই প্রসঙ্গে বক্তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেশের একমাত্র দল হিসেবে চিহ্নিত করেছেন, যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথে দৃঢ় প্রতিজ্ঞ। তারা তাদের বক্তৃতায় জনগণের কাছে ভোট চেয়ে বলেছেন যে, জামায়াতে ইসলামী একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে, যেখানে ইসলামী মূল্যবোধ, শালীনতা এবং নৈতিকতা প্রতিষ্ঠিত হবে।
এসময় জেলা-উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.