পলাশবাড়ীর বিভিন্ন এতিমখানার শিশুদের মাঝে ইউএনওর কম্বল উপহার 

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বিভিন্ন এতিমখানার শিশুদের মাঝে কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মো.কামরুল হাসান।
এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমান তাপাদারসহ গাইবান্ধা ছাত্র সমন্বয়ক মাসুদ রানা শেখ,মুখ্য সংগঠক অর্নব আহম্মেদ সামিদ, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম,যুগ্ম আহ্বায়ক ইউসুফ উদ্দিন মন্ডল উল্লাস সংগঠক।
শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এতিমখানায় এসব কম্বল বিতরণ করা হয়।
জানা যায়, সারা দেশের ন‍্যায় কনকনে শীতে কাঁপছে পলাশবাড়ী। এতে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। আর এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে সমাজের ছিন্নমূল মানুষজন। গরীব -দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এতিমখানা ও এলাকা ঘুরে ঘুরে কম্বল নিয়ে হাজির হচ্ছেন ইউএনও মো.কামরুল হাসান।
কনকনে শীতের রাতে হঠাৎ ইউএনওর হাতে শীতবস্ত্র দেখে এতিম শিশুরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
ইউএনও মো,কামরুল হাসান গণমাধ্যমকে বলেন,প্রচন্ড শীতে উপজেলাবাসী কষ্ট পাচ্ছেন। শীতে কোনো দুস্থ পরিবার যেন কষ্ট না পায়,সেজন‍্য তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি।
বিশেষ করে শনিবার (৪ জানুয়ারি) মাদ্রাসার এতিম শিশুদের হাতে কম্বল উপহার দিয়েছি। শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ অব‍্যাহত থাকবে বলে তিনি জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মো: শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.