গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম নয়নপুর উচ্চ বিদ্যালয়ে ৫০ লক্ষ টাকায় গোপনে নিয়োগ বানিজ্যের মাধ্যমে অফিস সহায়ক, নিরাপত্তা কর্মী, আয়া ও একজন পরিচ্ছনতা কর্মী নিয়োগের অভিযোগের প্রেক্ষিতে তথ্য সংগ্রহের জন্য সাংবাদিক আব্দুল মতিন, ফারুক মিয়া, নুর মোহাব্বত, সাদেকুল ইসলাম রুবেল, আশরাফুল ইসলাম, শরিফুল ইসলাম, ফেরদাউছ মিয়া, মোমেনুর রশিদ সাগর, লিমন সহ কয়েক জন সাংবাদিক কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম নয়নপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক খাজার নিকট তথ্য সংগ্রহ করতে গেলে অই বিদ্যালয়ের সাবেক সভাপতি, আওয়ামীগ নেতা সাবেক, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ এর ৫০ লক্ষ টাকার নিয়োগ বানিজ্যের সহযোগি কারিগরি শিক্ষক রেজাউল সাংবাদিকদের তথ্য দিতে নিষেধ করেন এবং সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালিয়ে আব্দুল মতিন ও ফারুক মিয়াকে আহত করে তাদেরকে প্রধান শিক্ষকের কক্ষে অবরুদ্ধ করে রাখেন।
প্রায় ৩ ঘন্টা অবরুদ্ধ থাকার পর সাংবাদিকরা ৯৯৯ ফোন করলে এস আই খোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পশ্চিম নয়নপুর উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ থেকে ওই দুই সাংবাদিককে উদ্ধার করেন।
এ ঘটনায় ৩ সেপ্টেম্বর রাত্রে প্রেসক্লাব এর প্রধান উপদেষ্টা শাহ আলম সরকারের সভাপতিত্বে এক জরুরী সভায় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তি দাবি করে বক্তব্য রাখেন সকল সাংবাদিক বৃন্দ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.