পলাশবাড়ীতে জেলা যুবদল সভাপতিকে হত্যা চেষ্টায় সাবেক এমপি স্মৃতিসহ ৫৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা-৩ আসনের সাবেক এমপি কেন্দ্রীয় কৃষক লীগ সাধারন সম্পাদক অ্যাড.উম্মে কুলসুম স্মৃতির নির্দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা জেলা যুবদল সভাপতি রাগীব হাসান চৌধুরীকে হত্যা চেষ্টায় পলাশবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।মামলার বিবরণে জানা যায়,জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা.মইনুল হাসান সাদিকের মালিকানাধীন পৌরশহরে (নুনিয়াগাড়ী) অবস্থিত উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিগত ১৯/০৯/২০২০ সালে সাবেক এমপি স্মৃতির নির্দেশে থানা যুবদলের কর্মী সমাবেশ চলাকালীন দুপুর ১২টায় চিহিৃত ৪৬ জনসহ অজ্ঞাত নামা আরো ৪০ থেকে ৫০ জন আসামী ককটেল,হাত বোমা,ধারালো অস্ত্র,ক্রিচ,বেকী,রামদা,হকিষ্টীক, লোহার রড-পাইপ ও বাঁশের লাঠিসহ মারাত্মক অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে।
এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি শামিকুল ইসলাম লিপন,বরিশাল ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা রফিকুল ইসলাম ও মিনু মিয়া গংদের হাতে থাকা ককটেল বিএনপি অফিসের প্রবেশ গেইটে নিক্ষেপ করে।
এতে সমাবেশে যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উপস্থিত নেতাকর্মীরা প্রাণ রক্ষার্থে দিক-বিদ্বিক ছুটাছুটি করতে থাকে।ওই সময় তেড়ে আসা আওয়ামী লীগ নেতাকর্মীরা জেলা যুবদল সভাপতি রাগীব হাসান চৌধুরীকে হত্যার চেষ্টায় তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম করে।
এছাড়াও জেলা যুবদল সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন ও সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক ভুট্টুসহ বেশ কয়েকজন মারাত্মক আহত হন।
ঘটনার প্রায় ৫ বছর পর সাবেক এমপি উম্মে কুলসুম স্মৃতি,উপজেলা আওয়ামী লীগ সভাপতি শামিকুল ইসলাম লিপন, আ’লীগ নেতা বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম,এমপি’র সহোদর ছোটভাই যথাক্রমে উপজেলা কৃষক লীগ সাধারন সম্পাদক আমিনুল ইসলাম পাপুল প্রধান ও কল্লোল প্রধান এবং বোন জামাই সেকেন্দার হাজী (টিভি মেকার) ছাড়াও আ.লীগ দলীয় ৫৬ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে পলাশবাড়ী উপজেলা যুবদল সদস্য সচিব রাজু আহম্মেদ বাদী হয়ে (নং- ৪,তাং- ০৩-০২-২০২৫) পলাশবাড়ী থানায় এ মামলা দায়ের করেন।
থানা অফিসার ইনচার্জ মো.জুলফিকার আলী ভুট্টো মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যম কর্মীদের তিনি জানান আসামীদের গ্রেফতারে পুলিশী জোর তৎপরতা অব্যাহত রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মো: শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.