পলাশবাড়ীতে ইউপি রাস্তার ১২টি ইউক্যালিপটাশ গাছ অবৈধভাবে কর্তন (ভিডিও)
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের সাবদিন গ্রামের ইউপি রাস্তার ১২টি বিশাল ইউক্যালিপটাশ গাছ নিজের দাবী করে কর্তন করেছেন উক্ত গ্রামের ফয়জুল নামে এক ব্যক্তি।
সরেজমিনে গিয়ে দেখা যায়,সাবদিন নতুন বাজার থেকে একটু পূর্বে মন্দির থেকে দক্ষিণ দিকের রাস্তা ধরে রাজা মৌলভীর বাড়ীর সামনে ইউনিয়ন পরিষদের রাস্তায় লাগানো প্রায় ১৫ বছর আগের ১২টি মোটা বিশাল বিশাল ইউক্যালিপটাশ গাছ কাউকে কিছু না জানিয়ে দুই লাখ টাকায় বিক্রি করেন সাবদিন গ্রামের ফয়জুল।
আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে গাছগুলো কর্তন করে রাস্তায় ফেলে রেখেছেন। এসময় ফয়জুলকে না পেলেও তার স্ত্রী জানান, গাছ গুলো তাদের জায়গার বলে দাবী করেন।
এ ব্যাপারে বরিশাল ইউপি চেয়ারম্যানের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। স্থানীয়দের দাবী কর্তনকৃত গাছ গুলো ইউপি রাস্তার। তাদের দাবী গাছ গুলো জব্দ করে, সঠিকভাবে তদন্ত করলেই সত্যতা পাওয়া যাবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মো: শাহরিয়ার কবির আকন্দ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.