দুর্যোগ-দুর্ঘটনাব্রেকিং নিউজরংপুর পলাশবাড়ীতে অটোরিকশা চাপায় নিহত-১ আহত-৫ By বার্তা কক্ষ On মার্চ ২১, ২০২৩ Share গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার রংপুর -ঢাকা হাইওয়ে মহাসড়কের রাইগ্রাম এলাকায় ঢাকাগামী একটি কন্টেইনার অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আকাশ মিয়া (২৪) মারা যায়। আজ মঙ্গলবার (২১ মার্চ) রাত ৮ টা ৩০ মিনিটে এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। এর মধ্যে একজন গুরুত্বর বলে জানা গেছে। নিহত আকাশ মিয়া পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মোঃ আজিজ মিয়ার ছেলে। সে সিগারেট কম্পানিতে চাকুরী করতো। সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মো: শাহরিয়ার কবির আকন্দ। # Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail
Comments are closed, but trackbacks and pingbacks are open.