বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পর্যায়ক্রমে ইসরাইলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের বিনিময় করা হবে।
ফিলিস্তিনি মিডিয়া অনুসারে, ১০ ইসরাইলি জিম্মি এবং ৩০ জন ফিলিস্তিনি বন্দিকে একদিনে মুক্তি দেওয়া হবে এবং গাজায় ৩০০ ট্রাক খাবার, চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানী আনা হবে।
ইসরাইলি গণমাধ্যমের মতে, গাজা থেকে জিম্মিদের মুক্তির জন্য আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। রেডক্রসের প্রেসিডেন্ট কাতারে হামাস ও ইসলামিক জিহাদের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
অন্যদিকে, আরব মিডিয়া বলছে, গাজার নুসাইরাত ক্যাম্পের একটি বাড়িতে ইসরাইলি বোমাবর্ষণের ফলে ১৭ জন শহীদ হয়েছেন।
এছাড়া জাতিসংঘ বলছে, ইসরাইলি হামলার কারণে গাজা থেকে ১৭ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক সরিয়ে নেওয়া হয়েছে।
জাতিসংঘের মতে, উত্তর গাজার জনসংখ্যার তিন-চতুর্থাংশ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে এবং ৯ লাখ ফিলিস্তিনি দক্ষিণ গাজার জাতিসংঘের শরণার্থী শিবিরে বসবাস করতে বাধ্য হচ্ছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.