পর্দা উঠল ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের

বিটিসি নিউজ প্রতিনিধিপর্দা উঠল ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের এবারের আসরের। অনুষ্ঠানের শুরুতেই ভাবনা নৃত্যদল মঞ্চ মাতিয়ে যায়। এরপর আসেন আব্দুল হাই দেওয়ান। লোক গানে আব্দুল হাই দেওয়ান মাতিয়ে আসছেন দেশজুড়ে। দেশের বিভিন্ন অনুষ্ঠানে গেয়ে দর্শক শ্রোতাদের মুগ্ধ করছেন। দেশের সব চেয়ে বড় লোক গানের উৎসব ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট-২০১৮ শুরুতেই আর্মি স্টেডিয়ামের দর্শকদের মুগ্ধ করলেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় নৃত্যে লোক গানের উৎসব। এখানে তোর লাগিয়া ভালোবাসিয়ারে বন্ধু, বন্ধুরে তোর জ্বালায় বাঁচিনা এমনই বেশ কিছু শেকড়ের গানে সুরের মূর্ছনা ছড়িয়েছেন তিনি।

এবারের উৎসবে প্রবেশের জন্য গেট খোলা হয়েছে সন্ধ্যা ৬টায়। সাড়ে ৬টায় ভাবনা নৃত্য নাট্য দলের নৃত্যের তালে তালে পর্দা ওঠে এবারের আসরের। দলটির প্রধান সামিনা হোসেন প্রিমার পরিচালনায় ৫৩ জন নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করেন এক সঙ্গে। সেহাগ চাঁদ বদনী গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন তারা। এরপে ছিল রাঙামাটি অঞ্চলের নৃত্য। তিন দিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে ১৭ নভেম্বর।

এবারের উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৭টি দেশ থেকে শিল্পীরা অংশ নেবেন। গান করবেন মোট ১৭৪ জন সংগীতশিল্পী। এদের মধ্যে বাংলাদেশের শিল্পীরা হলেন মমতাজ বেগম, বাউল আব্দুল হাই দেওয়ান, বাউল কবির শাহ, নকশীকাঁথা, স্বরব্যাঞ্জো।

ভারত থেকে আসবেন ওয়াদালি ব্রার্দাস, রাঘুদিক্সিত, সাত্যকি ব্যানার্জি, পাকিস্তান থেকে শাফকাত আমানাত আলী, বাহরাইন থেকে মাজায, যুক্তরাষ্ট্র থেকে গ্র্যামি বিজয়ী লস টেক্সমেনিয়াক্স, পোল্যান্ড থেকে দিকান্দা এবং স্পেনের লাস মিগাস সংগীত পরিবেশন করবেন।

আজ প্রথমদিন উৎসবে আরও পরিবেশানা নিয়ে আসবেন ভারতের ওয়াদালি ব্রার্দাস, সাত্যকি ব্যানার্জি ও পোল্যান্ডের দিকান্দা। এই রিপোর্ট লেখার সময় দিকান্দা ব্যান্ডদল মনে পারফর্ম করছিল।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ব্রাহ্মণবাড়িয়া(কসবা) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা।(ঢাকা আর্মি স্টেডিয়াম থেকে)#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.