সাভার প্রতিনিধি: অসুস্থ হয়ে আবারো হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। গত শুক্রবার প্রচন্ড জ্বরে নিয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন তিনি। বর্তমানে অ্যাপোলো হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা. নিখাত শায়লা আফসারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
হাসপাতালে পরীমনিকে ৭ দিন ভর্তি থাকতে হবে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন পরীমনি। ভর্তির সময় পরীমনির গায়ে ১০৪ ডিগ্রি জ্বর ছিল। তার জ্বর কমানোর জন্য ওষুধ দেওয়া হয়েছে। এখন জ্বর কিছুটা কমেছে। তবে সাত দিন পর শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি বাসায় ফিরবেন বলে রাইজিংবিডিকে জানান পরীমনির ঘনিষ্ঠ একজন।
গত ১৬ জুন অসুস্থ হয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরী। তখন হাসপাতাল থেকে জানানো হয়, গ্যাস্ট্রিকের কারণে পেটে ও বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে ২৪ ঘণ্টা ভর্তি থাকার পর তাকে ছাড়পত্র দেয়া হয়েছিল। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.