পরিস্থিতি বিবেচনা করে সব ধরনের ব্যবস্থা নিতে পারবেন সেনাবাহিনী : নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার সকালে রাজশাহী শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা মূখ্য বিষয় নয়, তারা পরিস্থিতি বিবেচনা করে সব ধরনের ব্যবস্থা নিতে পারবেন।
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম এও বলেন, যে পদে থেকে উপজেলা চেয়ারম্যানদের প্রার্থিতায় নিষেধাজ্ঞা এবং বিএনপির প্রার্থীদের প্রার্থিতা আদালতে স্থগিত হওয়ার বিষয়টি সুরাহা করতে আইনি বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।
নির্বাচন কমিশনার বিভিন্ন এলাকায় নির্বাচনি উত্তেজনা নিয়ে আরও বলেন, উত্তপ্ত বাক্যবিনিময় ও উত্তেজনা না থাকলে নির্বাচনের পরিবেশ জমে না।
এসময় জাল ব্যালট পেপার নিয়ে বড় দু দলের বক্তব্য নিয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, এমন সুযোগ থাকলেও তা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.