খেলাব্রেকিং নিউজ পয়েন্ট হারাল আর্সেনাল By বার্তা কক্ষ On ডিসে. ৯, ২০২৪ Share বিটিসি স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট হারিয়েছে আর্সেনাল। ফুলহ্যামের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মিকেল আর্তেতার শিষ্যরা। রবিবার প্রতিপক্ষের মাঠে রাউল হিমেনেসের গোলে পিছিয়ে পড়ার পর আর্সেনালকে সমতায় ফেরান উইলিয়াম সালিবা। ম্যাচের ১১তম মিনিটে আচমকা আক্রমণে গোলটি করে ফুলহ্যাম। গতিতে ডিফেন্ডার ইয়াকুব কিভিওরকে পরাস্ত করে, বল ধরে বক্সে ঢুকে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন মেক্সিকোর ফরোয়ার্ড হিমেনেস। আর্সেনাল ৫২তম মিনিটে সমতায় ফেরে। কাই হাভার্টজের হেড গোলমুখে পেয়ে টোকায় বল জালে ঠেলে দেন ফরাসি ডিফেন্ডার সালিবা। # Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail
Comments are closed, but trackbacks and pingbacks are open.