পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে বাগমারায় র‌্যালি ও সমাবেশ

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় আসন্ন পবিত্র রমজান মাসে দিনের বেলা হোটেল, রেস্তারাঁ বন্ধসহ সকল প্রকার বেহায়া ও বেহালাপনা পরিহারের আহব্বান জানিয়ে শুক্রবার বিকালে এক র‌্যালি উপজেলা সদর ভবানীগঞ্জ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেউলিয়া বাস স্ট্যান্ডে মিলিত হয়।
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ বাগমারা শাখার উদ্যোগে আয়োজিত র‌্যালিতে বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কর্মীসহ সাধারণ মুসল্লী যোগ দেয়।
ব্যানার ও ফেষ্টুন নিয়ে মুসল্লীরা পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন।
তালে তালে মুসল্লীরা বলতে থাকেন- রমজানে দিনে খাবার হোটের বন্ধ থাকবে, প্রকাশ্যে দিনে বিড়ি-সিগারেট খাওয়া বন্ধ থাকবে, বেহায়া ও বেহালাপনা বন্ধ হোক, রোজায় নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে, নিয়মিতান্ত্রিক ভাবে প্রশাসনের বাজার মনিটরিং করতে হবে।
এ ছাড়া বড় অক্ষরে ব্যানারে লেখা ছিল- রমজানের পবিত্রতা রক্ষা করুন, যাবতীয় অনৈতিকতা হতে বিরত থাকুন। ব্যবসায়ে প্রতারণা এবং এবং মাপ ও ওজন কম দেওয়া থেকে বিরত থাকুন। অন্য মাসের তুলনায় এ মাসে কম লাভ করুন।
র‌্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মেহেদী হাসান, রায়হান, মাওলানা জাহাঙ্গীর আলম, আব্দুল মুমীন, ক্বারী মকলেছুর রহমান, বেলাল বিন আছিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.