পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বঙ্গভবনে দোয়া ও মিলাদ

 

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে বঙ্গভবন জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বাদ জোহর অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অংশ নেন। এ সময় রাষ্ট্রপতির সচিবগণসহ বঙ্গভবনের সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম সাইফুল কাবির দোয়া ও মিলাদ পরিচালনা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.