পতেঙ্গায় পথচারীদের ধাক্কা দিয়ে পুকুরে লরি, শিশু নিখোঁজ

চট্টগ্রাম ব্যুরো: নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামের পতেঙ্গায় পার্ক সংলগ্ন পুকুরে একটি লরি পড়ে গেছে। এ সময় দুই শিশুসহ ৪ জন আহত ও আরেক শিশু পুকুরে পড়ে নিখোঁজ হয়েছে।
শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের উপ-কমিশনার (বন্দর) শাকিলা সুলতানা বিটিসি নিউজকে জানান, এয়ারপোর্ট মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা লং ভেহিকেল পথচারীদের ধাক্কা দিয়ে পুকুরে পড়ে গেছে। তিনজন আহত হয়েছে। এদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। একজন পুকুরের পানিতে নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে। ওদের অভিযান চলমান।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমনি শর্মা বিটিসি নিউজকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছি। পার্ক সংলগ্ন পুকুরে পড়ে গেছে লরিটি। মূলত নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দিয়ে লরিটি পুকুরে পড়ে যায়। এখানে ৫ জন আহত হয়েছে। ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আর একজন পুকুরে নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.