পটুয়াখালীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল, বঙ্গবন্ধুর ম্যুরালে হামলা

পটুয়াখালী প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে পটুয়াখালীতে এবার আন্দোলনে নেমেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা শনিবার শহরে বিক্ষোভ মিছিল করেছে।
সন্ধ্যার আগে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়ে চৌরাস্তা ঘুড়ে একই স্থানে গিয়ে তারা মিছিলটি শেষ করে। পরে সেখানে অবস্থান নেন আন্দোলনকারীরা।
বিকাল ৫টা থেকেই শহীদ মিনার চত্বরের আশপাশে জড়ো হতে শুরু করেন তারা।
সন্ধ্যা ৬ টার দিকে লাঠিসোটা হাতে ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দিয়ে শহীদ মিনারের পাদদেশে অবস্থান নেন। পরে মিছিলটি শুরু হলে পুলিশ চেকপোস্টের ব্যারিয়ার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও ছবি সম্বলিত বিলবোর্ড ও বিভিন্ন জনপ্রতিনিধির ব্যানার ভাঙচুর করা হয়। মিছিল থেকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে দেখা গেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পটুয়াখালী প্রতিনিধি মো. নজরুল ইসলাম নজরুল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.