পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে পুড়েছে ৮টি দোকান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী শহরের কলাতলা হাউজিং স্টেটের গেটেরসামনে গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৮টি দোকান। এতে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে সম্পূর্ণ পুড়ে যাওয়া আব্দুর রহিমের বড় মুদি দোকান, খুদিরামের সেলুন, শাহিনের লেপ-তোষকের দোকান, আলামিনের ভাতের হোটেল এবং ১টি চায়ের দোকান রয়েছে।
এছাড়া মোতালেবের গ্যাস সিলিন্ডারের দোকানও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, রাত আনুমানিক দেড়টায় আগুন লাগার পর তারা নিজেরা নির্বাপণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন লাগার ২০ মিনিট পর ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পাশের গ্যাস সিলিন্ডারের দোকান সম্পূর্ণ পুড়ে না যাওয়ায় ও বিস্ফোরণ না হওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পক্ষে খাবার হোটেল মালিক আলামিন বিটিসি নিউজকে জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক অর্ধ কোটির টাকার ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুদি দোকানি আব্দুর রহিম। তার দোকানে ২০ লাখ টাকার মাল ছিল। আগুনের খবর পেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। এছাড়া নিজেদের সহায় সম্বল হারিয়ে দিশেহারা ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা।
এদিকে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মো. রাজিব বিটিসি নিউজকে জানান, ১টা ৫৬ মিনিটে খবর পেয়ে তাদের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এরপর ২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি। তাদের হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ৩০ লাখ টাকা নিরুপন করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পটুয়াখালী প্রতিনিধি মো. নজরুল ইসলাম নজরুল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.