পঞ্চগড়ে ভয়াভয় সড়ক দূর্ঘটনা নিহত ৭
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাত যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের মাগুরমারি চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাতমেড়া ইউনিয়নের চেকরমারী এলাকার জয়নালের ছেলে অটোচালক রফিক(২৮) রায়পাড়া এলাকার মফিজ আলীর ছেলে মাকুদ হোসেন(৪৫) অমরখানা ইউপির বসির উদ্দীনের ছেলে আকবর আলী(৬৫) আকবরের স্ত্রী নূরীমা (৫৫) ও নার্গিস।
তেঁতুলিয়া উপজেলার ডাকবদলি মাঝিপাড়া এলাকার মজিবুল হকের ছেলে লাবু ইসলাম(২৮) লাবুর স্ত্রী মুক্তি বেগম (১৯) ।
এদিকে উদ্ধার কাজে অংশ নেওয়া হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সাংবাদিকদের ওপর হামলা করেছে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওয়াদুদ হোসেন বিটিসি নিউজকে বলেন, দুপুরে মাগুরমারি চৌরাস্তা এলাকায় অটোরিকশাটি মোড় নিচ্ছিল। এ সময় পঞ্চগড় জেলা শহর থেকে ছেড়ে আসা একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার সাত যাত্রীর মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা নববধূ মুক্তি ও আকবরকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.