পঞ্চগড়ে পিতার আঘাতে ৬ মাসের কন্যা সন্তানের মৃত্যু আহত ৩
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পিতার আঘাতে ৬ মাসের কন্যা সন্তানের মৃত্যু স্ত্রী ২ কন্যা সন্তানসহ ৩ জনকে জখম করা হয়েছে। ঘটনার পর থেকেই ঘাতক নাজিমুল ইসলাম (৪০)পলাতক রয়েছে। পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের পূর্বজয়ধর ভাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটে।
আহত স্ত্রী রশিদা বেগম (৩০), মেয়ে নাজিরা বেগম (১০) ও রিয়া মনিকে (৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় ছোট মেয়ে রত্নাকে (৬ মাস) আছাড় মারলে সে ঘটনাস্থলে মারা যায়।
স্থানীয়রা জানায়, আজ সোমবার সকালে পারিবারিক কলহের জেরে নাজিমুল ইসলাম স্ত্রী রশিদা খাতুনের সাথে ঝগড়ার একপর্যায়ে প্রথমে ছোট মেয়ে রত্নাকে আক্তারকে মাটিয়ে আছড়িয়ে হত্যা করেন। পরে ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী রশিদা ও অপর দুই মেয়ে কুপিয়ে জখম করেন। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় নাজিমুল। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ড: প্রতিক কুমার বনিক বিটিসি নিউজকে বলেন, একটি শিশু মৃত অবস্থায় পেয়েছি, আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) জামাল হোসেন বিটিসি নিউজকে জানান, পারিবারিক বিরোধ নিয়েই ঘটনাটি ঘটেছে। আসামী পলাতক রয়েছে আটকের চেষ্টা চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসেন।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.