পঞ্চগড়ে অজগর সাপ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় ভারতের সীমান্ত সংলগ্ন করতোয়া নদীতে ১৫ কেজি ওজনের একটি অজগর সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (১১ অক্টোবর) সকালে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের মূর্খাগছ এলাকার করতোয়া নদী থেকে প্রায় ৭ফিট লম্বা ও ১৫কেজি ওজনের অজগর সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা বিটিসি নিউজকে জানান,মুর্খাগছ গ্রামের পাথর শ্রমিক আসাদ আলী ও তার শ্যালক পাথর তুলতে গেলে সকালে ভারতের সীমান্ত সংলগ্ন করতোয়া নদীর ধারে দেখতে পান সাপটি ।

এদিকে স্থানীয়রা পুলিশকে খবর দিলে বনবিভাগের পঞ্চগড় নার্সারী প্রশিক্ষন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে দুজন প্রহরী ও তেঁতুলিয়া মডেল থানার এস, আই নব কুমারের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে দুপুরে সাপটি উদ্ধার করে নিয়ে যায় ।

এবিষয়ে বনবিভাগের পঞ্চগড় নার্সারী প্রশিক্ষন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বিটিসি নিউজকে জানান, যেহেতু অজগর সাপ তাই সংরক্ষণের জন্য উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে ‘।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসেন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.